মো: রহমাতুল্লাহ (পলাশ), হিজলা উপজেলা প্রতিনিধি ::
বরিশালের হিজলা উপজেলাধীন গুয়াবাড়ীয়ার নরসিংহপুর গ্রামে মৃত ইসমাইল শরীফ এর স্ত্রীর সুফিয়া খাতুন (৮০) বছর বৃদ্ধার জীবন চলছে খেয়ে না খেয়ে। অসুস্থ্য অবস্থায় কন কনে শীতে তীব্র ঠান্ডা বাতাশে, কোনো সময় বৃষ্টিতে কাক ভেজা হয়ে থাকতে হয় গৃহহীন স্বামীর ভিটায়।
স্বামীর ঘরের ভিটা মাটি ছাড়া আর কোন কিছু নেই তাদের। ওই ভিটায় ছিলো ভাঙ্গা টিনের চালা ও ভাঙ্গা বেড়ার ছোট এক কক্ষ বিশিষ্ট একটি ঝুপড়ি ঘর। সেই ঘরে অতি কষ্টে সুফিয়া খাতুন (৮০) , নাতনি কুলসুম বসবাস করে ।
তীব্র শীত নিবারণের জন্য সাহায্য এবং একটি ঘরের আকুতি ।
স্বাভাবিক চলাফেরাও করতে না পারায় শুয়ে বসেই দিন পার করেন বৃদ্ধ সুফিয়া খাতুন। নাতনি কুলসুম আমার কাছে থাকে, আমার ছেলে কোথায় থাকে জানিনা এবং আমার খোজ খবরও নেয়না। অন্যের কাছে হাত পেতে যা পাই তাই দিয়ে দু’বেলা দু’মুঠো খাবার খাই। অসুস্থ অবস্থায় চিকিৎসা এবং ওষুধ খরচ মেটানো অনেক কষ্টসাধ্যর বিষয়। ঘরের অবস্থাও অনেক খারাপ। আয়ের কোন উৎস নাই। বাতাস এলেই ঘরটি নড়তে থাকে, ভয়ে থাকি কখন যেন মাথা গোজার শেষ আশ্রয়টুকু ভেঙে পড়ে যায়। বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে ভিজে যায় সবকিছুই। শীতের সময় এলে শীতবস্ত্র ও শীত নিবারণের কোন গরম কাপড় না থাকায় অনেক কষ্ট ।
সুফিয়া খাতুন জানান, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে আকুল আবেদন করছি আমাকে যেন তীব্র শীত নিবারণের জন্য সাহায্য এবং একটি মাথা গোজার শেষ আশ্রয়টুকু দেন।