আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর
বৃহ:পতিবার (২৮ জানুয়ারি) বিকালে রংপুর নগরীর কামাল কাছনা এলাকার গুঞ্জন মোড়ে জীপসাম কীটনাশক ফ্যাক্টরিতে অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় নকল কীটনাশক,ক্যামিকেল ও বিভিন্ন ধরনের নকল স্টিকার,মনোগ্রাম ব্যবহারের দায়ে রংপুরের পাইওয়ান এগ্রো ইন্টারন্যাশনাল এর মালিক শওকত আলম এর বিরুদ্ধে পনেরো হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিতাতুল ইসলাম।
ডিবি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাইওয়ান এগ্রো ইন্টারন্যাশনালের সন্ধান পান তারা। অভিযানে বিভিন্ন ধরনের ক্যামিকেল,৫ লক্ষাধিক টাকার জিপসাম,নকল কিটনাশক,বিভিন্ন ধরনের নকল স্টিকার মনোগ্রাম ও লেভেল উদ্ধার করা হয়।তিনি আরও বলেন,রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।