1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

রংপুরে ডিবি ও জেলা প্রশাসনের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা!

  • সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩২১

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর

বুধবার (২৭ জানুয়ারি) বেলা তিন টায় নগরীর আনসারীর মোড়ে অবস্থিত এগ্রো কেয়ার নামক সারের গোডাউনে অভিযান চালায় ডিবি পুলিশ ও রংপুর জেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন,রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিতাতুল ইসলাম ও ডিবির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক।

এসময় মোড়কে সঠিক তথ্য ব্যবহার না করা এবং খেয়ালখুশি মতো উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ বসানোর অপরাধে রংপুরের চাষী এগ্রো কেয়ারের মালিকের বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

ডিবি পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাষী এগ্রো কেয়ারের সন্ধান পান তারা। অভিযানে কৃষিজাত পণ্যের মোড়কে ভুল তথ্য দেয়া ছাড়াও পণ্যের মান যাচাই না করে বাজারজাত করাসহ আরও নানা অসংগতি রয়েছে। এসব অসংগতি দূর করতে সাত দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শর্ত পূরণ না হলে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি। আগামী সাতদিন চাষী এগ্রো কেয়ারের সব ধরণের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাও দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪