আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর।
রংপুরে মিতা কুঞ্জ ছাত্রী নিবাস থেকে সোনালী রানী (২৫) নাম এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার (২৫জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর লালবাগ এলাকার মিতা কুঞ্জ ছাত্রী নিবাস থেকে সোনালী রাণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়,সোমবার সকালে সোনালী রানীকে খাবার নেওয়ার জন্য ডাকা হলে কোনো সারাশব্দ না পেয়ে ঘরের জানালা ভাঙ্গে মেস কতৃপক্ষ। এসময় সোনালী রানীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় মেস মালিক।নিহত সোনালীর বাড়ি জয়পুরহাটের বলিগ্রামে।সে কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন বলে জানা গেছে।।
তাজহাট থানার তদন্ত ওসি রবিউল ইসলাম জানান,ছাত্রীনিবাস থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।