গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ১ হাজার ৫শত এক বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (২০ জানুয়ারি) রাতে গোপন সংবাদেও ভিত্তিতে জেলার কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধারসহ ওই দুই মাদক কারবারিকে সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম মোল্লা। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রাসেল শেখ।
গ্রেফতারকৃতরা হলো, লালমনিরহাটের আদিতমারী বিন্নাগারী এলাকার মো. হোসেনের ছেলে সেলিম (৩২) ও নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর এলাকার মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে কাওসার মিয়া (৪০)। তারা নারায়গঞ্জের ফতুল্লার পশ্চিম মাজদাইর এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।
গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রাসেল শেখ সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর গোয়াল বাথান এলাকায় অভিযান চলানো হয়। অভিযানে একটি কভার্ডভ্যানের ভেতেরে আলাদা ভাবে ওয়েলডিংয়ের ঝালাই করা একটি গোপন টিনের বক্স থেকে ১ হাজার ৫শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যান চালকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদক গুলো লালমনিরহাটের আদিতমারী থেকে বিক্রির উদ্দেশ্যে নারায়গঞ্জ নেয়া হচ্ছিল। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাদে মাদক ব্যবসায় জড়িত আরো কয়েক জনের নাম উল্লেখ করেছে। মাদকের উৎস তদন্ত করে জড়িত অন্যান্যদের গ্রেফতার চেষ্টা চলছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।