1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

চাটমোহর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পরায় নিহত-১

  • সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২৫৪

ইসমাইল হোসেনঃ চাটমোহর(পাবনা)প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে ট্রাকচাপায় ঘুমন্ত অবস্থায় লিটন সরকার (২৮) নিহত হয়েছেন। নিহত লিটন সরকার হান্ডিয়াল পুরাতন বল্লভপুর গ্রামের মৃত কালিপদ সরকার ( মালি)’র ছেলে।

আজ ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭ ঘটিকায় চাটমোহর হামকুড়িয়া সড়কের হান্ডিয়াল বল্লভপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।অসহায়, সম্বলহীন, হিন্দু পরিবার থেকে মুসলমান ধর্ম গ্রহণকারী লিটন সরকার সড়কের ওয়াবদার জায়গায় ঘর তৈরি করে বসবাস করতেন।

ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী মারফত জানা যায়, আলু বোঝাই ট্রাক ভোরে অনেক কুয়াশা থাকায় রাস্তার গতি ঠিক না রাখতে পেরে নিয়ন্ত্রণ হারিয়ে লিটনের ঘরের উপর পড়ে যায়। দুর্ঘটনা শব্দ পেয়ে লোকজন ঘটনাস্থলে পৌঁছে ঘরে শুয়ে থাকা অবস্থায় ট্রাকের তলে পড়ে নিহত লিটন কে বের করে।
গোলজার এন্ড ব্রাদাস নামক ট্রাকটি (পাবনা ১১-০৫২৬) ঠাকুরগাও থেকে আলু বোঝাই করে পাবনার দিকে যাচ্ছিল।
ভোর ৭টার দিকে হান্ডিয়াল বল্লভপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ঘরে ঢুকে যায়। এতে ঘরে শুয়ে ঘুমন্ত থাকা অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে লিটন সরকার মারা যান।
সেই মহুর্তে নিহতের স্ত্রী ও একমাত্র ছোট্ট ছেলে ঘরের বাহিরে থাকায় প্রাণে রক্ষা পেয়েছে।

এ বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মফিজুল হক জানান, খবর পেয়ে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। ট্রাক এবং ট্রাক ড্রাইভার সাইদুল ইসলাম ( সাইফুল) পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি লেখার আগ পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪