আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ
ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজার সংলগ্ন ব্রীজের উপরে বাস করা ময়না নামের অজ্ঞাত পরিচয় সেই কিশোরী পাগলীটি বুধবার গভীর রাতে এক ফুটফুটে কন্যা শিশুর মা হলেও বাবা হয়নি কেউ।অনুমান করা হচ্ছে, বিকৃত মস্তিষ্ক এই কিশোরীর সাথে লম্পট দৈহিকভাবে মিলন স্থাপন করেছিল।কিন্তু পাগলী মাতৃত্বের স্বাদ পেলেও হতভাগ্য নবজাতকের পিতৃত্ব কেউ স্বীকার না করায়,ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বিসকা ইউনিয়ন পরিষদ,তারাকান্দা উপজেলা প্রশাসন, তারাকান্দা থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।