অদ্য 18/01/2021 খ্রি: তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক একজন যাত্রীর রেক্টামের ভেতর থেকে মোট ০৮ টি স্বর্ণবার এবং যাত্রীর ব্যাগে প্রাপ্ত ০২ টি স্বর্ণবার , স্বর্ণালংকার ১০০ গ্রাম সহ সবমোট ১.২৬০ কেজি স্বর্ণ উদ্ধার যার আনুমানিক বাজার মূল্য ১ (এক) কোটি টাকা।
কমিশনার, কাস্টম হাউস ঢাকার এর নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৭/০১/২০২১ তারিখ আনুমানিক রাত ১১:০০ টায় দুবাই থেকে আগত ফ্লাইট নং-EK-584 এর মাধ্যমে আসা যাত্রীর রেক্টামের ভেতর থেকে মোট ০৮ টি স্বর্ণবার এবং যাত্রীর ব্যাগে প্রাপ্ত ০২ টি স্বর্ণবার , স্বর্ণালংকার ১০০ গ্রাম সহ সবমোট ১.২৬০ কেজি স্বর্ণ 18/01/2021 তারিখ রাত ০১:৪৫ ঘটিকা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ (এক) কোটি টাকা।
পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম গোলাম মোহাম্মদ, বাড়ি চট্টগ্রাম জেলায়।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের প্রস্ততি চলছে।