দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আরও একজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৪ জন এ দাঁড়ালো। হু হু করে বারছে এ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা!
১৫ জুন রবিবার সকালে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তি হলেন, উপজেলার কশিগাড়ি গ্রামের মৃত আব্দুল হামিদ তালুকদারের পুত্র সাঈদ তালুকদার (৪৫)।
পারিবারিক সূত্রের তথ্যানুযায়ী, গত কয়েকদিন আগে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে পরীক্ষার জন্য নমুনা জমা দেন। পরবর্তীতে তার করোনা পজেটিভ ফলাফল আসে।
বিষয়টি নিশ্চিত হওয়ার পরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও মেজিষ্ট্রেট ওয়াহিদা খানম আক্রান্ত ব্যক্তির বাড়ি সহ আশেপাশে কয়েকটি বাড়ি লকডাউন ঘোষনা করেছে।