আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,
রংপুর।
১৪ই জানুয়ারি (বৃহস্পতিবার) রংপুরে চালের গুদামে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিতে ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিব্যাগ ব্যবহার করার দায়ে রংপুরের পাগলাপীরে বিভিন্ন চালের গুদামে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন,রংপুর এর মোবাইল কোর্ট।
রংপুরের পাগলাপীরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
রংপুর জেলার সকল উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিতকরণ ও পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ পলিব্যাগ মোড়ক হিসেবে ব্যবহার করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে পাট অধিদপ্তর ও মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করে।
তিনি আরও জানান, পণ্যের মোড়কে পাটের ব্যবহার নিশ্চিতে ও পরিবেশের জন্য ক্ষতিকর ও সরকারিভাবে নিষিদ্ধ পলিব্যাগ মোড়ক হিসেবে ব্যবহার করায় ২ টি চাল গুদামের মালিককে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠান ২ টি,ভাই ভাই ট্রেডার্স ও মোতালেব ট্রেডার্স।