মোঃ রহমাতুল্লাহ পলাশ, হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আঃ হালিমের দুর্নীতির প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি পেশ করে। আজ ১২ তারিখ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে হিজলা উপজেলার বরজালিয়া ইউনিয়নের জেলেরা মৎস্য দপ্তর দ্বারা বিভিন্ন মাধ্যমে হয়রানী ও চাদাবাজির কারনে অতিষ্ঠ হয়ে এ পদক্ষেপ গ্রহন করে বলে জানান।
পুরাতন হিজলার সাজাহান নামে একজন জেলে জানায়, মৎস্য দপ্তরের অভিযানের ট্রলারের মাঝি দিয়ে অভিযান চলাকালীন সময়ে ইলিশ শিকার করে থাকে এবং বিভিন্ন জেলেদের কাছ থেকে চাঁদা তুলে থাকে।আবুল বাশার নামে একজন বলেন ঝাটকা অভিযানের আগে কোন প্রকার প্রচারনা করা বা জেলেদের অবহিত করা হয়নি।এছাড়াও রয়েছে জেলেদের র্কাড নিয়ে চরম দুর্নীতির।
এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সকল জেলেদের পক্ষে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির হিজলা উপজেলা শাখার সভাপতি মোঃ এনায়েত হোসেন হাওলাদার ও জাতীয় মৎস্যজীবি সমিতির হিজলা উপজেলা শাখার সভাপতি জাকির সরদার হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বরিশাল বিভাগীয় মৎস্য কর্মকর্তার নিকট এ স্বারকলিপি পেশ করেন।