ইসমাইল হোসেনঃ চাটমোহর(পাবনা)প্রতিনিধি
পাবনায় সরিষা খেতের পাশে মৌ-বাক্স স্থাপন করায় বাড়ছে সরিষার উৎপাদন।কৃষক রেজাউল করিম জানান , আগে তিনি বিঘাতে সাড়ে চার মণ সরিষা পেতেন। খেতের পাশে মৌচাষের কারণে গত বছর বিঘাতে প্রায় ছয় মণ সরিষা পেয়েছেন।
এবারও তার ১০ বিঘা সরিষার খেতের পাশে মৌয়ালরা বাক্স বসিয়েছেন। জেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইদ্রিস আলী বলেন, এ বছর সরিষার উৎপাদন গত বছরের চেয়ে বেশি হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, সরিষা খেতের পাশে মৌ-বাক্স স্থাপন করায় একদিকে মধু পাওয়া যাচ্ছে, অন্যদিকে সরিষার উৎপাদনও বেড়েছে।