নড়াইলের নড়াগাতী থানার দক্ষিন যোগানীয়া পুরাতন বাড়ী জামে মসজিদের ইমামের নামে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রদত্ত প্রনোদনার ৫০০০/= টাকা আতœসাতের অভিযোগে ইউএনও কালিয়া বরাবরে অভিযোগ দাখিল করেছেন ওই মসজিদের সেক্রেটারী মোঃ আয়ুব আলী শেখ। অভিযুক্তরা হলেন যোগানীয়া গ্রামের মৃত আলী মোল্যার ছেলে মোঃ আয়াত আলী মোল্যা (৬০) ও দক্ষিন যোগানীয়া গ্রামের মৃত আলেক মোল্যার ছেলে ও ওই মসজিদের সভাপতি হাবিবুর রহমান বাবলু (৫০)।
৫ ডিসেম্বর (মঙ্গলবার) এ বিষয়ে সমাধান চেয়ে ওই মসজিদের সেক্রেটারী অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রনোদনা স্বরূপ সারা বাংলাদেশে প্রত্যেক মসজিদের ইমামদের জন্য পাঁচ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বিগত ৩মে ২০২০ খ্রীঃ তারিখে অত্র মসজিদের ইমাম মওলানা আব্দুল আজিজ এর নামে পাঁচ হাজার টাকা বরাদ্দ আসে। কিন্তু মসজিদ কমিটির সভাপতির যোগসাজসে অত্র মসজিদের ইমাম আব্দুল আজিজের নাম পরিবর্তন করে যোগানীয়া গ্রামের আয়াত আলী মোল্যার নাম ঢুকিয়ে প্রদত্ত পাঁচ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ সমস্যা সমাধানের জন্য উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেও কোন সমাধান পাননি।
মসজিদের সেক্রেটারী আয়ুব আলী শেখ বলেন, সভাপতির নির্দেশে বিগত ০৩মে ২০২০ সালে দক্ষিন যোগানীয়া পুরাতন বাড়ী জামে মসজিদ কমিটির সভায় ইমাম মওলানা আব্দুল আজিজকে বরাদ্দকৃত ৫,০০০ টাকা উত্তোলনের অনুমতি দেন সভাপতি। অথচ আব্দুল আজিজ গিয়ে জানতে পারেন ওই মসজিদের নামে বরাদ্দকৃত টাকা আয়াত আলী তুলে নিয়েছেন। এটা কি করে সম্ভব প্রশ্ন এলাকাবসীর।
অভিযুক্ত সভাপতি হাবিবুর রহমান বাবলু বলেন, প্রনোদনার টাকা কে উত্তোলন করেছে এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমাকে ষড়যন্ত্রমুলক হয়রানী করা হচ্ছে।
এ বিষয়ে ইউএনও কালিয়া মোঃ নাজমুল হুদা বলেন, অভিযোগের কপি পেয়েছি। তদন্তের জন্য ওসি নড়াগাতীকে নির্দেশদেওয়া হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা প্রমান পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।