1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

নবীনগর পৌর এলাকায় অবৈধ ভাবে খাল ভরাটের মহাৎসব ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ১৬৭

মিঠু সূত্রধর পলাশ,
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ায় অবৈধ ভাবে সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মান করায় ভ্রাম্যমান
আদালত খোরশেদ আলম (৫০) নামে এক ব্যাক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
আজ রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এই দন্ড প্রদান করেন।

সূত্রে জানা যায়,রবিবার সকালে পৌর এলাকার ২নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার একটি মাদ্রাসার সাথের সরকারি খালটি অবৈধ ভাবে বালি
ফেলে ভরাট করছিলেন খোরশেদ আলম নামে এক ব্যাক্তি। স্থানীয়রা খাল ভরাটের এই বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভূমি)কে অবগত করলে ওই দিন দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান সরজমিনে গিয়ে উপস্থিত হন। এবং এসময় তিনি খাল ভরাটের দায়ে খোরশেদ আলমকে ১০ হাজার টাকা জরিমানা ও দু’দিনের মধ্যে খাল থেকে বালি সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।

সরজমিনে গেলে জানা যায়, পৌর এলাকার ২নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার পুরাতন সরকারি খালটি অবৈধ ভাবে অনেকেই দখল করে রেখেছেন। এই ভরাট ও খালটি পুরুদ্ধারের জন্য প্রতিকার চেয়ে স্থানীয় জনসাধারণ একাধীক লিখিত আবেদনও করেছেন। কিন্তু এসব প্রতিবাদ পাত্তা না দিয়ে স্থানীয় প্রভাবশালীরা খালটি ভরাট করে ফেলছেন।
খবর পেয়ে সরজমিনে দেখা যায় এ যেন এক খাল ভরাটের মহাউৎসব চলছে এখানে।

স্থানীয় এক শিক্ষক গোলাম হোসেন মাষ্টার, রিক্সা চাল হানিফ মিয়া সহ আরো অনেকেই জানান, এই খাল দিয়ে এক সময় অনেক
নৌকা আসা যাওয়া করতো, ফসলি জমির অনেক পাট ক্ষেতের পাট এইখালে পচানো হতো। এখন দখল ও দূষনে সব একাকার হয়ে গেছে। আমরা এসবের প্রতিকার চেয়ে মানব্বন্ধন করে লিখিত ভাবে একাধিকবার
প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন আসেন, জরিমানা করেন কিন্তু কিছুদিন পর আবার ভরাট শুরু হয়।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মো. ইশবাল হাসান বলেন, সরকারি খাল ভরাটের অপরাধে খোরশেদ আলম কে জরিমানা ও খাল থেকে বালি সরিয়ে নিতে নিদের্শ দেওয়া হয়েছে। এছাড়াও সবার জানা উচিত, সরকারি খাল ভরাট করা আইনত দন্ডনিয় অপরাধ। কেউ সরকারি খাল ভরাট ও দখল করলে তার বিরোদ্ধে আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪