আনোয়ার সাদত জাহাঙ্গীর: ময়মনসিংহ:
আজ দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা-সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা। অনুষ্ঠানে সংবর্ধিত অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাগণকে এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাগণের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয। এছাড়াও তাদের ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।