১৪ জুন কৃষি সম্প্রসারন অধিদপ্তর,আড়াইহাজার কর্তৃকউপজেলা পরিষদ চত্বরে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টিবাগান স্থাপনের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ওপ্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ,নগদ অর্থ ওঅন্যান্য উপকরন বিতরণের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।
উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলার উপজেলানির্বাহী অফিসার মো: সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানমুজাহিদুর রহমান হেলো সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণঅধিদপ্তর,নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক(উদ্যান), কৃষিবিদ মোহাম্মদ আবদুল কাদির। এছাড়া উপস্থিতছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা:আবুকাউসার,অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদুল হাসানফারুকী,আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহপ্রমখ।
এ বিষয়ে অতিরিক্ত উপপরিচালক(উদ্যান) কৃষিবিদ মোহাম্মদআবদুল কাদির বলেন,প্রানঘাতী করোণা ভাইরাসের মহামারীরসংক্রমণে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করন এবং খাদ্য সংকটমোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত প্রতি ইঞ্চি জমিঅনাবাদী রেখে পারিবারিক পুস্টির চাহিদা পূরনে আড়াইহাজারউপজেলার প্রতি ইউনিয়নে ৩২ জন করে ১০ ইউনিয়নে ৩২০জন কৃষককে এক শতক জমিতে কালিকাপুর মডেলে পারিবারিকসবজি পুস্টি বাগান স্থাপনেকৃষক প্রতি : লালশাক ৫০ গ্রাম,ডাটাশাক ২০ গ্রাম,পুইশাক ৩০ গ্রাম,গিমাকলমি ১৫ গ্রাম,বেগুন ১.৫গ্রাম,ধনিয়া ৩২ গ্রাম,চিচিংগা ১০ গ্রাম,কাঁচামরিচ ০.২৫গ্রাম,লাউ ১.৫ গ্রাম,সীম ১০ গ্রাম,করলা ২ গ্রাম,বরবটি ৮গ্রাম,মুলা ১২নগ্রাম এবং টমেটো ৩ গ্রাম।১৪ টি সবজি ফসলেরবীজ এবং বাগান সৃজনের জন্য বেড়াঘেরা,জৈব ও রাসায়নিকসার,অন্যান্য উপকরনবাদ ১৯৩৫ টাকা মোবাইল ব্যাংকিং এরমাধ্যমে প্রদান করা হবে।