বরগুনায় ২ চিকিৎসকসহ নতুন করে ১২ জন করোনায় রোগী শনাক্ত হয়েছে।গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সিভিল সার্জন ডা.হুমায়ন খান শাহিন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,নতুন করে ২চিকিৎসক হলেন,আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন চিকিৎসক (২৮) এবং পাথরঘাটা উপজেলার একজন নারী চিকিৎসক (২৯) রয়েছেন।এবং অন্যরা শনাক্ত হয়েছে জেলার বিভিন্ন জায়াগার
বাসিন্দারা।
হাসপাতালের সিভিল ডা.হুমায়ন খান শাহিন বলেন
এ জেলায় আজ সকাল ৮ টা পর্যন্ত মোট আক্রান্ত ১১৬ জন। সুস্থ হয়েছেন ৬৪ জন।চিকিৎসাধীন ৫২ জন।মারা গেছেন ২ জন।২১০৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১৯৮৪ জনের।নতুন যারা শনাক্ত হয়েছে তাদের সংস্পর্শে যারা এসেছে খোঁজ খবর নিয়ে নমুনা সংগ্রহ করা হবে।