1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তি পেলেন মামুনুল হক লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে অপহরন! কষ্টিপাথর পাচারকারী সিন্ডিকেটের ৭ জন গ্রেফতার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল আগামী ১২ মে সাধারণ রোগীদের মতো লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী গাজীপুরে মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে  টাঙ্গাইল কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক জিম্বাবুয়ের বিপক্ষে আজ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বন্যার শঙ্কা রয়েছে-প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিরা অবৈধভাবে প্রভাব বিস্তার করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইসির

ময়মনসিংহ ডিবি’র অভিযানে গ্রেফতার ১২, ৫ টি মোটরসাইকেল উদ্ধার

  • সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩১৭

ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম(বার) অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ফারুক আহম্মেদ এর নেতৃত্বে এসআই(নিঃ) হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ৪ ডিসেম্বর রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা বাইপাস মোড়স্থ হাজী বাদল মিয়া(৬০) এর মেসার্স ভাই ভাই ট্রেডার্স নামক রড সিমেন্টের দোকানের সামনে ময়মনসিংহ থেকে ঢাকা গামী মহাসড়কের পাশে থেকে চোরাইকৃত মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ১২ জন আসামীদের গ্রেফতার সহ আসামীদের হেফাজত থেকে ০৫ (পাঁচ) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উক্ত চোর চক্রের সদস্যরা ময়মনসিংহ সহ সারা দেশের বিভিন্ন স্থান হতে দীর্ঘদিন যাবত মোটর সাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে আসছে। এই সংক্রান্তে কোতোয়ালী মডেল থানায় এসআই(নিঃ) হাবিবুর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করেন। অদ্য আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামীদের নাম-ঠিকানা
শিমুল ইসলাম শিপন(২৬), পিতা-মোঃ শিরু মিয়া, মাতা-মোছাঃ জোবেদা খাতুন,সাং-হারুয়া(ফিশারির মোড়), থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ, এ/পি সাং-গরগড়িয়া মাষ্টার বাড়ী,(শশুর সাইফুল ইসলামের বাড়ী, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর,


আবু বক্কর(৩২), পিতা-মোঃ আবু সাঈদ, মাতা-মোছাঃ আলেকজান, সাং-অরাইল উত্তর পাড়া, থানা-সরাইল, মানজু মিয়া(২৩), পিতা-মোঃ ফুরু মিয়া, মাতা-মোছাঃ রোকেয়া বেগম, সাং- ফিদিয়ারকান্দি (দক্ষিনপাড়া), থানা- নাসিরনগর, উভয় জেলা-ব্রাহ্মনবাড়িয়া,জুনাইদ(২৫), পিতা-মোঃ সোনা মিয়া, মাতা-মোছাঃ সাজেদা বেগম, সাং-পূর্বকৈলানপুর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ,
হেফজু মিয়া(২২), পিতা-মোঃ আহাদ মিয়া, মাতা-মোছাঃ শাহানা আক্তার, সাং-গুজিয়া খাইল পশ্চিম পাড়া, থানা- নাসিরনগর, মুছা মিয়া(২৫), পিতা-মোঃ সাঈদ মিয়া, মাতা-মোছাঃ হনুফা বেগম, আকাশ(২৫), পিতা-মোঃ নূরুল ইসলাম, মাতা-মোছাঃ আমেনা বেগম, উভয় সাং- পনি আউট(উত্তর পাড়া), থানা-ব্রাহ্মনবাড়িয়া সদর,
ইকরাম(২০), পিতা-মোঃ কামাল, মাতা-মোছাঃ রহিমা বেগম,জাহাঙ্গীর(২০), পিতা- মোঃ মঞ্জু মিয়া, মাতা-মোছাঃ খোরশেদা বেগম, উভয় সাং- ফিদিয়ারকান্দি ভূইয়া বাড়ী, আলম মিয়া (২২), পিতা-মোঃ শাহজাহান, মাতা-মোছাঃ ছাফিয়া বেগম, মোঃ মোকারম(২২), পিতা-মৃত মোজাম্মেল, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, উভয় সাং-ফিদিয়ারকান্দি বড় বাড়ী, সর্ব থানা- নাসিরনগর, সর্ব জেলা- ব্রাহ্মনবাড়িয়া, রাজিব মিয়া(৩৫), পিতা-মৃত মিন্টু মিয়া, মাতা-মোছাঃ লাকি বেগম, সাং-তেতুলিয়া মোড়লবাড়ী, থানা-গফরগাঁও,

জেলা-ময়মনসিংহ।
চোরাই মোটর সাইকেলের বর্ণনা
০১(এক)টি নীল রংয়ের পুরাতন Apache RTR 150 CC মোটরসাইকেল। যাহার চেচিস নং-MD624H018H2A47059, ইঞ্জিন নং-C1A7239388 মূল্য অনুমান=১০০,০০০/-(এক লক্ষ) টাকা,০১(এক)টি লাল রংয়ের পুরাতন Pulsar 150 CC মোটরসাইকেল। যাহার চেচিস নং-MD2DHDHZZSCG06962, ইঞ্জিন নং-DHGBSG16770 মূল্য অনুমান=৯০,০০০/-(নব্বই হাজার) টাকা, ০১(এক)টি ডিসকভার ১২৫ সিসি কালো ও লাল রংয়ের নতুন মোটর সাইকেল, চেসিস নং- PSUB44BY4LTG96491 ইঞ্জিন নং- JZXWLF09391,

মূল্য অনুমান=১,১০,০০০/- (একলক্ষ দশহাজার) টাকা, ০১(এক)টি লাল রংয়ের পুরাতন Pulsar 150 CC মোটরসাইকেল, চেসিস নং- MD2A11CZ1CCC05294 ইঞ্জিন নং- DHZCCC06348, রেজিঃ নং-কিশোরগঞ্জ ল-১১-০৯৭৮, মূল্য অনুমান=১,০০,০০০/- (একলক্ষ) টাকা, ০১(এক)টি নীল রংয়ের পুরাতন Pulsar 150 CC মোটরসাইকেল চেসিস নং-MD2A11CYXHWG91892, ইঞ্জিন নং-DHYWHG90019, রেজিঃ নং- ঢাকা মেট্রো-ল-৩৫-৫৭৮৬, মূল্য অনুমান= ১,০০,০০০/- (একলক্ষ) টাকা

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪