1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন

কালীগঞ্জে পুলিশের এক এসআইসহ নতুন করে আরো ১১ জন করোনায় আক্রান্ত

  • সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৯৭

গাজীপুরের কালীগঞ্জে করোনা সন্দেহে ৩৫রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে(আইইডিসিআর) পাঠানো হয়। নমুনাপরীক্ষার পর বৃহস্পতিবার বিকালে ১১ জনেররিপোর্টে করোনা পজিটিভ আসে।আক্রান্তদের মধ্যে কালীগঞ্জ থানার এক উপ-পরিদর্শক (এসআই) রয়েছেন। এ নিয়েকালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ১৮০জন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এ তথ্যনিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুররহমান আকন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমানআকন্দ জানান, নতুন আক্রান্ত ব্যাক্তিদেরমধ্যে কালীগঞ্জ পৌরসভা এলাকায় ৫ জন, বাহাদুরশাদী ইউনিয়নে ২ জন, নাগরীইউনিয়নে ২ জন ও তুমলিয়া ইউনিয়নে ২জন।

তিনি আরো জানান, এ উপজেলার করোনায় আক্রান্ত হয়ে ১ মাসের এক শিশু, রৌবেনপালমা (৭৯)ও জয়নাল আবেদীন (৬৫) নামের দুই বৃদ্ধর মৃত্যু হয়েছে। 

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মো. শিবলী সাদিকজানান, উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ১৪৭১জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকারআইইডিসিআর এ পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষা থেকে ১৮০ জন নারী-পুরুষের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের থেকে ইতিমধ্যে ১১৩ জন করোনাকে জয় করে ঘরে ফিরেছে।

তিনি আরো বলেন, আক্রান্তদের প্রাতিষ্ঠানিক বা হোম আইসোলেশনে পাঠানো এবং তাদের পরিবারের বাকী সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪