নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবার চালাতে গিয়ে হিমশিমেরপাশাপাশি ঋণ ও এনজিও এর কিস্তি পরিশোধের চাপে আত্মহত্যাকরেছেন তিন সন্তানের জননী নিপা আক্তার (৩১)।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার গোপালদী পৌরসভাররামচন্দ্রাদী গ্রামের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। নিপা স্থানীয়ওয়াদ আলীর স্ত্রী, তার বাবার বাড়ি উপজেলার মাহমুদপুরইউনিয়নে।
১৪ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় নিপার। গত ৫ বছরআগে তার স্বামী জীবিকার তাগিদে মালয়শিয়া চলে যায়। বর্তমানেসেখানে লকডাউন থাকায় গ্রাম থেকে বিদেশে অর্থ পাঠাতে হতো।পাশাপাশি পরিবার চালাতে ও ঋণ এবং এনজিও এর কিস্তিপরিশোধ করতে হতো। গত কয়েকমাস ধরে কিস্তি ও ঋণের টাকাপরিশোধ করতে না পারায় চাপে পড়ে নিপা। সেই চাপ সামলাতেনা পেরে তিন সন্তাদের জননী নিপা আত্মহত্যা করে। স্থানীয়কাউন্সিলর আলী আজগর জানান, শুনেছি পাওয়া টাকা ওসমিতির কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে হতাশায়ভুগছিলেন তিনি।
গোপালদী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মোক্তারহোসেন জানান, ঋণের চাপে ও কিস্তি পরিশোধ করতে না পারারপাশাপাশি পরিবারের খরচ চালাতে হিমশিম খেয়ে আত্মহত্যার পথসে বেছে নিয়েছে বলে স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে।পরিবারের সদস্যদের অনুরোধে দুপুরে লাশ তাদের কাছে হস্তান্তরকরা হয়েছে।