1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

ঝালকাঠিতে কাশফুলের সুন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা

  • সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪০৭

আমি অবাক নয়নে চাহিয়া যে রই বাতাসে হেলে দুলে ওঠা কাশফুলের পানে মুগ্ধ ওগো মুগ্ধ আমি ।
ছয়ঋতুর দেশ বাংলাদেশে ঋতুর পালাবদলে এখন শুরু হয়েছে শরৎকাল। শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের শুভ্রতা। প্রকৃতিতে যখন শরৎকাল আসে, তখন কাশফুলই জানিয়ে দেয় এর আগমনী বার্তা।
পালকের মতো নরম এবং ধবধবে সাদা রঙের কাশফুলের দোলায় সবারই মন আন্দোলিত হয়ে ওঠে। এ কারণেই করোনা কালিন বন্দী জীবন থেকে মুক্ত হয়ে ঝালকাঠির খয়রাবাদ দপদপিয়া সেতুর নিচ সংলগ্ন নদীর চরে ফোটা কাশফুল দেখতে হাজার,হাজার মানুষ প্রতিদিন ভীড় করছে ।


ঝকঝকে নলী আকাশের ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা অথবা কখনো কালো মেঘের মাঝ থেকে সূরযের ঝিলিক আর শ্বেত শুভ্র কাশ ফুলের শোভা । এভাভেই প্রতি বছর ফিরে আসে শরত ,বাংলার প্রকৃতিকে করে তোলে রূপময় ।
প্রকৃতির কাছ থেকে একটু প্রশান্তি পেতে প্রায় ১ একর চরঞ্চলের সম্পত্তি জুরে দৃস্টি নন্দন কাশ বন দেখাতে মানুষ ভির জমায় । শরত ঋতু এলেই গ্রামের নদীরদ্বারে চর এলাকায় দেখা মেলে কাশ ফুলের । আর এসব সুন্দর্য উপোভেগ করতে দূরদূরন্ত থেকে পরিবার পরিজন নিয়ে প্রতিদিন হাজারো মানুষের পদচারনায় মুর হয়ে উঠে ঝালকাঠির কাশবন ।


কাশফুলের সুন্দর্য উপভোগ করতে আশা কয়েক জনে বলেন এই পরিবেশে এসে আমরা সবাই খুবই মুগ্ধ । পরিবারের সকলেই এখানে বেড়াতে এসেছি । এমন দৃশ্য সবসময় দেখা মেলেনা তাই শরত কালের এই কাশফুলের সৌন্দর্য উপভোগ করতেই এখানে ঘুরতে আশা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪