বরগুনার তালতলীতে বৃহষ্পতিবার সকাল ১১ টায় কারিতাস তালতলী উপজেলা অফিসে হতদরিদ্র পরিবারের মাঝে নিশানবাড়িয়া ইউনিয়নের ৯০ টি হতদরিদ্র পরিবারের প্রতিটি পরিবারকে ১৯ টি করে ১৭১০টি ফলজ চারা বিতরন করা হয়। এ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সিস বেপারী অঞ্চলিক পরিচালক কারিতাস,বরিশাল অঞ্চল।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আহসান উল্লাহ, তালতলী উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা,সম্রাট সেরাও চঙউগ কারিতাস বরিশাল অঞ্চল, ঋঈঈচ প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দ।