1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু মনোয়ার হোসেন জাহেদী স্যার আর নেই

  • সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৯১

হঠাৎ করেই চিরবিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন পাবনার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু মনোয়ার হোসেন জাহেদী স্যার।

জানা যায়, গতকাল রাতে স্যার অসুস্থ হয়ে পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নেওয়ার পর রাতেই স্যার বাসায় চলে আসেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি নিজ বাসায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

পাবনার এই শিক্ষাগুরু, ছিলেন পাবনা সকল মানুষের শ্রদ্ধেয়, আলোকিত অমূল রত্ন। যিনি অনেকগুলা গ্রন্থের লেখক, গবেষক,সুমধুর সুবক্তা ছিলেন স্যার।

ক্লাসরুম থেকে শুরু করে হাজার মানুষের সমাবেশের হট্টগোল চেচামেচির মাঝে স্যার যখন কথা বলতে শুরু করতেন তখন থেমে যেতো সব কোলাহল। সবাই চুপ হয়ে যেতো। মন দিয়ে শুনতো স্যারের কথা।এ যেনো এক যাদুকরী বক্তা এসেছে মানুষের অন্তর ছুয়ে দিতে।

বরেণ্য এই আলোকিত মানুষটি শুধু বহু ছাত্রের শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন বহু শিক্ষকেরও শিক্ষক। এমন কিছু মানুষ পৃথিবীতে আসে যারা শুধু পৃথিবীকে শুধু দিয়েই যায় স্যার এসেছিলেন তাই।

তিনি জীবনভর সাহিত্য নিয়ে কাজ করেছে, সংস্কৃতি নিয়ে কাজ করেছেন,বিভিন্ন গবেষণা করেছেন এবং লিখেছেন মানুষের জন্য । তিনি ভেবেছেন মানুষের উন্নয়ন,তিনি ভেবেছেন নগরীর উন্নয়ন, তুলে ধরেছেন সমৃদ্ধ অনেক অজানা ইতিহাস। তিনি আলোকিত করতে এসেছিলেন এবং আলোকিত করে গেলেন।

স্যার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে প্রায় দুই যুগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পাবনা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় মনোয়ার হোসেন জাহেদী পাবনার আপামর মানুষের কাছে ছিলেন শিক্ষাগুরু।আলোকিত এই মানুষের চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সর্বস্তরের মানুষের মাঝে।

স্যার দায়িত্ব পালন করেছেন পাবনা শিল্পকলা একাডেমির সম্পাদক হিসেবেও। তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হলো : অনন্ত ঘুমের দেশে, শতাব্দীর ছায়াপথে এডওয়ার্ড কলেজ, শতাব্দীর বিদ্যাপীঠ রাধানগর মজুমদার একাডেমী, বাংলা ছন্দের পাঠশালা, রবীন্দ্রনাথ : কবিতায় ফুল, মাকে মনে পড়ে, স্বর্গের দুয়ারে যাত্রা এবং পাবনার কৃতীজনের কথা।

তিনি একমাত্র কন্যা কাশপিয়া তাবাসসুম জাহেদী অন্তরা এবং স্ত্রী নাজনীন জামান জাহেদীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার বাদ আসর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তারা জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা পারিবারিক সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪