1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

নলছিটি পৌর এলাকার বেহাল দশা দেখার কেউ নেই

  • সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৬

ঝালকাঠি নলছিটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলো বেহাল দশায় পরিনত হয়ে জন দূর্ভোগ চরম পর্যায়ে পৌছেছে। শহরের ব্যস্ততম বাসষ্ট্যান্ড সড়ক-পোষ্ট অফিস সড়ক থেকে গার্লস স্কুল এন্ড কলেজ সড়কের প্রায় তিন কিলেমিটার অংশে সাড়ে ৪ বছরেও সংস্কার হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই খানাখন্দে ভরা এ সড়কগুলো চলাচলের অনুপোযোগী হয়ে উঠেছে।
শহরের দুই কিলোমিটারের পাকা নালা প্রধান সড়ক থেকে প্রায় এক ফুট উচু হওয়ায় বৃষ্টির পানি নামে ধীর গতিতে। ফলে ভাঙ্গাচোরা সড়কে জলাবদ্ধতা হয়ে মানুষের চলাচলে ভোগন্তি আরও বাড়িয়ে দেয়।

এক পাশে আড়াই ফুট উচু নালার সাথে চৌদ্দ ফুটের সরু সড়কে সব সময় যানযট ও মানুষের গাদাগাদি লেগেই থাকে। পয়োনিস্কাশনের অভাবে ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল এন্ড কলেজ সড়ক , পুরোনো পোষ্ট অফিস সড়কের ও পুরোনো বাজার সড়কের প্রায় ১০০ পরিবার বর্ষা মৌসূমে পানি বন্দি থাকেন। কাচা সড়ক দিয়ে বছরের পর বছর চলাচল করেন , বৈচন্ডি , মালিপুর , সারদল , গড়িপাশা , নন্দিকাঠি ও সূর্যপাশা এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে ৭ নম্বর ওয়ার্ডের খোঁজখালি এলাকা। মল্লিকপুর এলাকাও সুগন্ধার করাল গ্রাসে বিলীন হওয়ার পথে। কিন্তু পৌর কর্তৃপক্ষ নির্ভিকার।
নলছিটি পৌরসভা সূত্রে জানা যায় ,

দেশের অতি প্রাচীন নলছিটি পৌরসভাটি ঢাকার পরেই ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর ১০০ বছর পরে ১৯৬৫ সালে নলছিটি পৌরসভা আবার বিলুপ্ত ঘোষনা করা হয়। এরপর ১৯৮৫ সালে পুনরায় নলছিটি পৌরসভা পুনগঠিত হয়। ১৯৯৯ সালে এটি ‘খ’ শ্রেণিতে উন্নতি করা হয়। ২৪.১৬ বর্গ কিলোমিটার আয়তনের নলছিটি পৌরসভার লোকসংখ্যা প্রায় ৭০ হাজার। পৌরসভায় পাকা সড়ক আছে ৪০ কিলোমিটার এবং কাঁচা সড়ক আছে ৬০ কিলোমিটার। পাকা নালা আছে ২ কিলোমিটার আর কাঁচা নালা আছে ১০ কিলোমিটার। বিগত সারে চার বছরে পৌর শহরের সড়কগুলোতে নতুন করে সংস্কার হয়নি।

সরেজমিনে দেখাযায় নলছিটি পৌর শহরের বাসষ্ট্যান্ড , পোষ্ট অফিস , গার্লস স্কুল এন্ড কলেজ , পুরোনো বাজার , বৈচন্ডি , মালিপুর , সারদল , গড়িপাশা , নন্দিকাঠি ও সূর্যপাশা এলাকার সড়ক গুলো বেহাল দশা । শহরের বাসষ্ট্যান্ড সড়ক ও পোষ্ট অফিস সড়কের অবস্থা শোচনীয়। এ সড়কগুলোর কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃস্টি হয়েছে। বিভিন্ন স্থানে গর্ত তৈরী হয়ে পানি জমে থাকায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। নালা না থাকায় সামান্য বৃষ্টিতে গার্লস স্কুল এন্ড কলেজ সড়ক ও পুরোনো পোষ্ট অফিস সড়কে হাটু পানি জমে। এতে শতাধিক পরিবার চরম ভোগান্তি নিয়ে বসবাস করে।
নলছিটি বাসষ্ট্যান্ড সড়কের রিকশা চালক জামাল হোসেন বলেন , সড়কের খানাখন্দের মধ্যে রিকশা-ভ্যান পরলে উঠাতে কষ্ট হয়। সড়কের গর্তগুলোতে রিকশা পরে চাকার রিং বাঁকা হয়ে যায়। কয়েকদিন পর পর রিকশা ঠিক করতে হয়।

সড়ক খারাপ থাকায় আমাদেরও চালাতে কষ্ট হয়। আর যাত্রীদেরও ভোগান্তির শেষ নেই।
গার্লস স্কুল এন্ড কলেজ সড়ক এলাকার বাসিন্দা মজিবর রহমান বলেন , সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা লেগেই থাকে। এ এলাকায় নালার অভাবে পনি নিস্কাশন হয় না। আর আমাদের পাকা সড়ক বলতে কিছু নেই।
নলছিটির প্যানেল মেয়র আলোমগীর হোসেন আলো বলেন ,

পৌর শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও নালা পূন নির্মাণের জন্য কয়েকিটি কাজের স্কিম কোষ্টাল প্রকল্পে দেয়া আছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ প্রকল্পের গতি এগোয়নি। তবে সড়কের ভাঙ্গাচোরা অংশ শিগগিরই সংস্কার করা

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪