সিরাজগঞ্জ তাড়াশে মহিষলুটি বাজারে হাইওয়ে রোড রোজ রবিবার ( 27 সেপ্টেম্বর) সকাল ১১ টায় দুর্নীতিবাজ মাদক চোরাকারবারি চেক জালিয়াতি সুদখোর হেলালের বিরুদ্ধে অত্র এলাকার জন সাধারন ও ভুক্তোভুগীগন মানববন্ধন করেন।
মানববন্ধনের ভুক্তভোগী মোঃ- আক্তার মাষ্টার (৪৮) বলেন, দুর্নীতিবাজ, মাদক চোরাকারবারি, চেক জালিয়াতি, সুদখোর মোঃ হেলাল উদ্দিন পিতা মৃত্য মোজাম্মেল হকের ছেলে গ্রামঃ ঘরগ্রাম, মাগুরা ইউনিয়ন।
চেক জালিয়াতির কারণে হেলালের কারনে অত্র এলাকার মানুষ আজ ধ্বংস । আরো জানান যে সুদের টাকা না দিতে পারায় অনেকের জায়গা জমি বে-দখল করে নেয়। এলাকাবাসী বলেন, কিছু দিন আগে এই হেলাল সিনেমা হলের টিকিট চেকার ছিলেন আর এখন তিনি কোটি কোটি টাকার মালিক।মহিষলুটি বাজারে তার দুটি মার্কেটও রয়েছে।
তিনি মোঃ- মিজান মাষ্টরের বিরুদ্ধে ৯০ লক্ষ্য টাকার চেক জালিয়াতি মামলা করেন সিরাজগঞ্জ কোর্টে।
ভুক্তভোগী মোঃ- খালেক বি,এস,সি (৪২) বলেন, হেলালের ৫ লক্ষ্য সুদের টাকা নিয়ে আমাকে ৩৫ লক্ষ্য টাকা দিতে হয়েছে। যার জন্য আমি আজ ঘরবাড়ি ছাড়া।

অত্র এলাকাবাসী দুর্নীতিবাজ মাদক চোরাকারবারি চেক জালিয়াতি সুদখোর হেলালের সঠিক বিচার চায়