1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

শেয়ারবাজারে বীমা খাতের দাপট চাঙ্গা

  • সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫১

আগের সপ্তাহের মতো গত সপ্তাহজুড়েও শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বীমা খাতের কোম্পানিগুলো। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে এ খাতের কোম্পানিই রয়েছে ৭টি। এর মধ্যে শীর্ষ ৫টি স্থানেই রয়েছে বীমা কোম্পানি। আগের সপ্তাহেও দাম বাড়ার শীর্ষ তালিকায় বীমা খাতের ৭টি প্রতিষ্ঠান ছিল।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বাড়ার তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে ফেডারেল ইনস্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪১ দশমিক ৫৭ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৬ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৩ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৬ টাকা ৬০ পয়সা।

দাম বাড়ার দ্বিতীয় স্থানটি দখল করেছে বীমা খাতের আরেক কোম্পানি রূপালী ইনস্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৮ টাকা ৪০ পয়সা বা ৩৬ দশমিক ২১ শতাংশ।

এর পরের স্থানটিতেই রয়েছে নিটল ইনস্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৬ টাকা ৮০ পয়সা বা ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

চতুর্থ স্থানে থাকা ‍পূরবী জেনারেল ইনস্যুরেন্সের শেয়ারের দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা বা ৩১ দশমিক ৫৩ শতাংশ। পঞ্চম স্থানে থাকা রূপালী লাইফের শেয়ারের দাম বেড়েছে ১৫ টাকা ২০ পয়সা বা ২৭ দশমিক ৮৪ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৫ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২৪ দশমিক ৯০ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ২৪ দশমিক ৫৬ শতাংশ,

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২৪ দশমিক ৩৯ শতাংশ এবং ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ২২ দশমিক ৭১ শতাংশ দাম বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪