প্রতি সপ্তাহে নিয়মিত আয়োজন সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকলকে ড্রিম থিফ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বের সার্বিক সহযোগিতায় ছিলেন “দৈনিক কপোতাক্ষ নিউজ ২৪ডট কম” এবং সৌজন্যে ছিলেন “রাজ মিউজিক”। দ্বিতীয় পর্বের কুইজে লাটারির মাধ্যমে যে ভাগ্যবানেরা বিজয়ী হয়েছেন তারা হলেন, মোঃ মহসীন আলী, হাসান খান, ইসমাত জাহান।
ড্রিম থিফ এর কতৃপক্ষের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার সরূপ ৫০ টাকা নিজ নিজ মোবাইল নাম্বারে রিচার্জ পৌঁছে দিয়েছে। আর আপনার যায়া বিজয়ী হতে পারেননি তারা হতাশা হয়ে হেরে যাবেন না। পরবর্তী কুইজে অংশগ্রহণ করে আবারও পুরস্কার জিতে নিবেন। ড্রিম থিফ এর এই নিয়মিত আয়োজনটি অনেকে ভুয়া বা ফালতু ভেবে এড়িয়ে চলে যায় তারা ভুলরে জগতে আছেন।
এটি কোন ভুয়া প্রতিষ্ঠান নয়। সন্মানিত ব্যাক্তিবর্গ দ্বারা পরিচালিত তাই কেউ ড্রিম থিফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন বাজে মন্তব্য করবেন না।