গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৮০ লক্ষাধিক টাকা ছিনতাই করেছে এক দল দুর্বৃত্ত। রোববার (৭ জুন) বিকেলে স্থানীয় একটি পোশাক কারখানার গাড়িতে গুলি ছুড়ে টাকা ছিনতাই করা হয়। ছিনতাইকারীদের মারধরে কারখানার কর্মকর্তা শুভ মণ্ডলসহ তিনজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কালিয়াকৈরের মাটিকাটা এলাকার ইনক্রিডিবল ফ্যাশন লিমিটেড কারখানার লোকজন ব্যাংক এশিয়ার কালিয়াকৈর শাখা থেকে ৮০ লাখ ২২ হাজার টাকা তুলে নিজস্ব মাইক্রোবাসে করে কারখানায় ফিরছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ দিয়ে মাইক্রোবাসের গতিরোধ করে এক দল ছিনতাইকারী। এ সময় আরো তিনটি মোটরসাইকেল ও একটি গাড়িতে করে আসা আরো কয়েকজন ছিনতাইকারী ৫-৭ রাউন্ড গুলি ছুড়ে আতঙ্কের সৃষ্টি করে। তারা মাইক্রোবাসের কাচ ভেঙে ফেলে। পরে টাকার বস্তা কেড়ে নেওয়ার চেষ্টা করলে গাড়িতে থাকা নিরাপত্তাকর্মী গোলাপ, শহিদুল ইসলাম ও কারখানার কর্মকর্তা শুভ বাধা দেন। ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে তাদের আঘাত করে। পরে ছিনতাইকারীরা টাকার বস্তা মাইক্রোবাস থেকে নিয়ে পিকআপ ভ্যানে তুলে টাঙ্গাইলের দিকে চলে যায়। আহত শুভ মণ্ডলকে টঙ্গীর আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কারখানার নিরাপওাকর্মী শহিদুল ও গোলাপ স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘ছিনতাইকারীরা পিকআপ ভ্যান, গাড়ি ও তিনটি মোটরসাইকেল নিয়ে আসে। পিকআপ দিয়ে আমাদের গাড়ির গতিরোধ করে। পরে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। তারা আমাদের হাতুড়ি দিয়ে পেটায়। চাইনিজ কুড়াল দিয়ে গাড়ির কাচ ভেঙে বস্তাভর্তি ৮০ লাখ ২২ হাজার টাকা নিয়ে যায়। টঙ্গীর আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিব উজ্জামান জানান, আহত শুভ মণ্ডলকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করা হয়েছে। আহত ব্যক্তি গুলিবিদ্ধ কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, লুণ্ঠিত টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।