ব্রুনাইয়ে মানবপাচারের মূলহোতা মেহেদী হাসান বিজনের অন্যতম সহযোগী শেখ আমিনুর রহমান হিমুসহ মানবপাচার চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বনানী ও কাফরুল এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
এ সময় আমিনুর রহমান হিমুর কাছ থেকে দুটি ম্যাগজিন ও একটি পিস্তলসহ ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এদিকে মানবপাচারকারী হিমু দীর্ঘদিন এনএসআইয়ের নজদারিতে ছিল। যার প্রেক্ষিতে বনানী থেকে আটক করা হয়।
উল্লেখ্য, ব্রুনাই ৪’শ লোককে অবৈধভাবে পাঠিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মানবপাচারের হোতা হিমু। তার এই অবৈধ কাজে অনেক নামীদামী লোক সহায়তা করেছে বলে জানিয়েছে গোয়েন্দারা।