1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৫০ অপরাহ্ন

মালদ্বীপে আটকে পড়া ২৬৫ বাংলাদেশি আজ দেশে ফিরলো

  • সময় : শনিবার, ৬ জুন, ২০২০
  • ১৮৮




নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে মালদ্বীপে আটকে পড়া ২৬৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের চার্টার্ড ফ্লাইটটি হযরত রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমনাবন্দরে অবতরণ করে।


ফেরত আসা বাংলাদেশিরা পড়াশুনা ও পর্যটনসহ বিভিন্ন কারণে দেশটিতে গিয়ে আটকা পড়েন।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের একটি সূত্র জানায়, মালদ্বীপ থেকে ফেরত আসা বাংলাদেশিদের সবার সেই দেশেই করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা রিপোর্টে কারো শরীরে প্রাণঘাতী ভাইরাসটির অস্তিত্ব পাওয়া যায়নি। তারা প্রত্যেকেই সেই পরীক্ষার রিপোর্ট নিয়ে এসেছেন। তারপরও সতর্কতা হিসেবে তাদের আগামী ১৪ দিন নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


দেশে সংক্রমণ শুরুর পর থেকেই বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ভারতসহ বিভিন্ন দেশে আটকা পড়েন বহু বাংলাদেশি। তবে এই সংকটময় পরিস্থিতিতেও বিশেষ ব্যবস্থায় নাগরিকদের ফিরিয়ে আনার কাজ করছে সরকার। যার অংশ হিসেবে আজ মালদ্বীপ থেকে ২৬৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়।


সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪