রিমান্ড মঞ্জুরের এক সপ্তাহ পর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অফিস সহকারী আবজালকে জিজ্ঞাসাবাদ শুরু করল দুদক। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে কারাগার থেকে দুদক কার্যালয়ে আনা হয়। দুদক সচিব জানান, ধরাছোঁয়ার বাইরে থাকা আবজালের স্ত্রী রুবিনা খানকে গ্রেফতারের চেষ্টা চলছে।
১২শ’ টাকা বেতনে চাকরিতে ঢুকে ২০ বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আবজাল। গড়েছেন ফরিদপুরে দুটি অট্টালিকা। ঢাকায় তিনটি বাড়ি ও ৬ টি ফ্ল্যাটসহ দেশের বিভিন্ন জেলায় আরও ২৪টি প্লট ও ফ্ল্যাটের মালিক আবজাল দম্পত্তি। অভিযোগ রয়েছে, প্রায় তিনশ’ কোটি টাকা পাচারের।
১৪ দিনের রিমান্ড মঞ্জুরের এক সপ্তাহ পর রোববার আবজালকে কারাগার থেকে আনা হয় দুদক কার্যালয়ে। দুদক সচিব দিলোয়ার বখত জানান, দেশে-বিদেশে তার আরও কী কী সম্পত্তি আছে সেটা জানার জন্যই এ রিমান্ড।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর স্বামী নিজে এসে ধরা দিলেও এখনো ধরাছোঁয়ার বাইরে স্ত্রী রুবিনা খান। দুদক সচিব আবারও জানান, রুবিনা খানকে খুঁজছেন তারা।
অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারের অভিযোগে গত বছরের ২৭ জুন আবজাল ও স্ত্রী রুবিনা খানের বিরুদ্ধে মামলাটি করে দুদক।