লিওনেল মেসির জন্য সুসংবাদ দিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি (এএফএ) ক্লদিও তাপিয়া।
২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে আগামী অক্টোবরে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দু’টি ম্যাচেই খেলতে পারবেন মেসি। কিন্তু ঐ দু’ম্যাচে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিলো। কারন গত বছর কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বার্সেলোনার মেসি।
ফলে প্রতিযোগিতামূলক একটি ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন মেসি। কিন্তু ঐ নিষেধাজ্ঞার নির্ধারিত আইনি সময় সীমা শেষ হয়ে যাওয়ায় বাছাইপর্বের ম্যাচ খেলতে আর কোনো বাঁধা নেই মেসির। এমনটাই জানিয়েছেন তাপিয়া।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) টুইটারে তিনি বলেন, ‘এক ম্যাচ নিষেধাজ্ঞার নির্ধারিত আইনি সময় সীমা পার হয়ে যাওয়ায় বাছাইপর্বের ম্যাচ খেলতে পারবেন মেসি।’
আগামী ৮ অক্টোবর বুয়েন্স আর্য়াসে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। এরপর ১৩ অক্টোবর লা পাজে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার।