নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
অবহেলাজনিত কারণে এ ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির বাদি হয়ে শনিবার রাতে ফতুল্লা মডেল থানায় এই মামলা দায়ের করেন।
এ ঘটনার অবহেলার জন্য তিতাস গ্যাস কতৃপক্ষ, ডিপিডিসি ও মসজিদ কমিটি দায়ি থাকতে পারে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদের ভয়াবহ বিস্ফোরণ অবহেলার কারণে ঘটেছে। এ জন্য পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
ওসি বলেন, মামলায় নাম উল্লেখ করে কাউকে আসামি করা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে গঠিত তদন্ত রিপোর্টে যারা দোষী হবে তারাই এ মামলার আসামি হবে। তাদেরকে এ মামলায় আইনের আওতায় আনা হবে।