রাজধানীর চকবাজারের দেবী দাস ঘাট লেন ও হাজী বিল্লু রোডে অভিযান চালিয়ে ০৮ ট্রাক অবৈধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ প্রায় দুই কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআই এবং র্যাবের যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
অভিযানে নিষিদ্ধ প্রায় ১ লাখ ৩০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এসব অবৈধ পলিথিন কারখানায় তৈরি ও মজুদ রাখার দায়ে ১০ জনকে আটক করে প্রত্যেককে ০১ বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
পাঁচ ফ্যাক্টরী সিলগালা করে মালিকদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।