ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে ট্রলারডুবিতে পাঁচ শ্রমিক নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার সময় উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালীর পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ছোট একটি ট্রলারে ২৩ জন কৃষি শ্রমিক ১৭ বিঘা জমির বাদাম তুলতে দিয়ারা এলাকার চরের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। নিখোঁজ পাঁচ শ্রমিকের মধ্যে দুজনের বাড়ি সদরপুরে, বাকি তিনজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে। এদের মধ্যে সদরপুর উপজেলার নিখোঁজ দুজন হলেন পিয়াজখালী এলাকার দুই চাচাতো ভাই রুবেল ব্যাপারী (২৫) ও শহীদুল ব্যাপারী (২২) এবং চুয়াডাঙ্গা জেলার মো. শাহাবুল (৩৫), শিলন মিয়া (৩৮) ও আবদুর রাজ্জাক (৪০)। ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায় বলেন, সকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালীর পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ছোট একটি ট্রলারে ২৩ জন কৃষি শ্রমিক ১৭ বিঘা জমির বাদাম তুলতে দিয়ারা এলাকার চরের দিকে রওনা দেন। এরপর ট্রলারটি মাঝ পদ্মা নদীতে গিয়ে ডুবে যায়। এ সময় ট্রলারের অন্য যাত্রীরা তীরে উঠে এলেও সদরপুরের দুইজন ও চুয়াডাঙ্গা জেলার তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, চরের বাদাম তুলতে একটি ছোট ট্রলারে করে ঢেউখালী ইউনিয়নের ১৭ জন ও চুয়াডাঙ্গা জেলার ছয়জন শ্রমিক রওনা দেন। এরপর মাঝ নদীতে ডুবে গেলে ১৮ জন সাঁতরে তীরে ওঠেন। ফায়ার সার্ভিস এলাকাবাসীকে নিয়ে উদ্ধার তৎপরতা চালালেও পাঁচজনকে পাওয়া যাচ্ছে না। নৌবাহিনীর একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। নদীতে প্রচুর স্রোত থাকার কারণে ওই পাঁচ শ্রমিকের লাশ ভেসে যেতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। এদিকে ট্রলারডুবিতে নিখোঁজ ব্যক্তিদের আহাজারিতে নদী তীরের আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।