গোপালপুরে ৭ বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আব্দুর রাজ্জাক (৩২) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে শিক্ষককে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। আদালত থেকে তাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।
শিক্ষক আব্দুর রাজ্জাক টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নিয়ামতপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে। তিনি স্থানীয় আল হেরা নূরানী মাদ্রাসার শিক্ষক। শিশুটি ঐ মাদ্রাসায় পড়তো।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশু ছাত্রী শিক্ষক আব্দুর রাজ্জাকের কাছে মাদ্রাসায় প্রাইভেট পড়তো। তাকে একা পেয় ধর্ষণের চেষ্টা চালায় শিক্ষক।
এসময় শিশু ডাক-চিৎকার করলে ছেড়ে দেয় শিক্ষক। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে জানায়। পরে এ ঘটনায় ওইদিনই শিশুর মা বাদী হয়ে গোপালপুর থানায় একটি মামলা দায়ের করেন।