মিঠু সূত্রধর পলাশ, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জাতীয় পার্টির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা জাতীয় পার্টির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে মোবারক হোসেন দুলুকে আহবায়ক এবং এ টি এম আব্দুল্লাহ মাষ্টারকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এড. রেজাউল ইসলাম ভূইয়া উক্ত কমিটি অনুমোদন করেন। জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সদস্য সচিব নাছির আহমেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নব গঠিত এই আহবায়ক কমিটি নবীনগর উপজেলায় জাতীয় পার্টির কার্যক্রমকে আরো শক্তিশালী করতে আরো দৃঢ়ভাবে কাজ করে যাবেন এবং তাদের নেতৃত্বে আগামীদিনে জাতীয় পার্টি আরও শক্তিশালী হবে।
এ ব্যপারে নবীনগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোবারক হোসেন দুলু বলেন আমি আগেও জাতীয় পাটির নিবেদিতপ্রাণ ছিলাম এখন দায়িত্বে আছি তাই উপজেলার জাতীয় পার্টির তৃনমূল নেতা কর্মিদের ঐক্যবদ্ধ করে দলকে আরো শক্তিশালী করব।