শওকত জাহিদ
একটু একটু বাড়ছে মায়ার দিন
একটু একটু হৃদয়ে হৃদয় লীন,
একটু একটু ডুবছি অতল তলে
একটু একটু যেথায় তোমায় মেলে।
তোমার জন্য সাত সমুদ্র ধাই
তোমার জন্য পদ্ম পুকুর যাই,
তোমার জন্য এক আকাশে উড়ি
তোমার জন্য হৃদয় রঙিন ঘুড়ি।
উড়তে উড়তে হারিয়ে গেলে তুমি
উড়তে উড়তে মেঘের কোলে চুমি,
উড়তে উড়তে তোমার ঠোঁটে ঠোঁট
উড়তে উড়তে মনের কোণে চোট।
হাসতে হাসতে আবার ফিরে এলে
হাসতে হাসতে হৃদয় নিয়ে খেলে,
হাসতে হাসতে আমায় নিঃস্ব করে
হাসতে হাসতে তোমার অশ্রু ঝরে।
একটু একটু ভালবাসো আমায়
তোমার জন্য হৃদয়খানি হারায়,
উড়তে উড়তে মেঘের কোলে মায়ায়
হাসতে হাসতে লুটিয়ে পড় ছায়ায়।