স্বাস্থ্যসেবা বিভাগের জারিকৃত ১৩ দফা স্বাস্থ্য বিধি মেনে ৩১ মে ২০২০ তারিখ হতে সীমিত পরিসে অফিস খোলার আদেশ অনুযায়ী রোববার থেকে সারা দেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস পুরোদমে চালু হয়েছে।
নিজেদেরকে সুরক্ষিত রেখে স্বাস্থ্যবিধি মেনেই সরকারি, আধাঁ সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলো নিজ কঠোর নজরদারিতে রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর।এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারি-বেসরকারি অফিস চালুর ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার ১৩ নির্দেশনা বলা হয়েছে শিবগঞ্জ উপজেলায় সরকারি-বেসরকারি অফিস গুলিতে ১৩টি স্বাস্থ্য সেবা যাতে মেনে চলে সে ব্যাপারে কঠোর নজরদারি থাকবে ইতিমধ্যেই উপজেলার প্রবেশ দ্বারে হাত ধোয়া, শরীরে স্প্রেসহ থার্মাল স্ক্যানার দ্বারা তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়েছে