1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

বোয়ালমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

  • সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ২১৪

‘মাতৃদুগ্ধদানে সহায়তা করুন, স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে পালিত হল বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (৯-১৬ আগস্ট) । এ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: রেখা পারভীন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোরশেদ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, কাউন্সিলর মো. মিনহাজুল আবেদিন লিপন প্রমুখ।


প্রধান অতিথি এম এম মোশাররফ হোসেন বলেন, মানুষ আগে টিকা নিত না। এখন মানুষ খুঁজে টিকা নেয়। মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা আমাদের শক্তি। তারাই পারে প্রত্যেক শিশুর মাতৃদুগ্ধ প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টি করতে।
বিশেষ অতিথি ঝোটন চন্দ বলেন, মায়ের দুধের বিকল্প নাই। মায়ের দুধে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।


সভাপতি ডা. খালেদুর রহমান তার সমাপনী বক্তৃতায় বলেন, করোনায় আক্রান্ত মা তার সন্তানকে বুকের দুধ পান করাতে পারবেন। কারণ বুকের দুধের মাধ্যমে করোনা ছড়ায় না। তবে সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪