1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

ডিমলায় সমাজ সেবা অধিদফতরের চেক বিতরন

  • সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২৪২

নীলফামারী ডিমলায় “ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালামেসিয়া” রোগে আক্রান্ত ০৮ জন রোগীর মধ্যে আর্থিক সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

প্রতিবছর প্রায় ৩ লক্ষাধিক মানুষ ক্যান্সার, কিডনী এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে আক্রান্ত রোগীরা ধুঁকে ধুঁকে মারা যায়। তেমনি তার পরিবার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এ সকল অসহায় গরীব রোগীদের এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করার লক্ষে, সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

ডিমলা উপজেলা সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব চেক বিতরণ করা হয়। ১৩ আগস্ট ডিমলা উপজেলা পরিষদ হলরুমে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম,

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুন্নাহার নুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪