1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন

তরুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর রাজনীতির দর্শন জানতে হবে – পলক

  • সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ১৬৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,
বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে মাত্র ৯ মাসে স্বাধিনতা এনে দিয়েছেন। কিন্তু তিনি ঘাতকদের নির্মম হাতে শাহাদত বরন করেছিলেন। ঘাতকরা বাঙ্গালীর চেতনাকে হত্যা করতে পারেনি জন্য তারা টার্গেট করেছিলো বঙ্গবন্ধু কে হত্যা করে বাংলাদেশকে পঙ্গু করে দিতে। সদ্য স্বাধিন বাংলাদেশকে বঙ্গবন্ধু দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বিদেশী প্রভূদের মদদে ফজরের আজানের সময় নির্মম ভাবে হত্যা করেছিলো ঘাতকরা।

বঙ্গবন্ধু সাধারন জীবন যাপন করছিলেন, লোভ, লালসা, আরাম আয়েশকে তিনি বিসর্জন দিয়ে বাংলাদেশকে তিনি অকৃত্রিমভাবে ভালোবাসতেন। দেশকে এবং দেশের মানুষকে খুব ভালোবাসাই তাঁর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিলো। তিনি মানুষের ভালোবাসার মাঝে ছিলেন, থাকবেন আজীবন। তাঁর আদর্শ বেঁচে থাকবে সবসময়। ছোটকাল থেকে বঙ্গবন্ধু মানুষের পাশে ছিলেন, ছাত্র বয়সে ছাত্রদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করেছেন। তিনি ছাত্রত্ব বিসর্জন দিয়েছেন কিন্তু আদর্শকে বিসর্জন দেননি। দেশের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন বঙ্গবন্ধু।

তিনি আরো বলেন, তরুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর রাজনীতির দর্শনকে জানতে হবে। তরুন প্রজন্মকে তাঁর ইতিহাস জানতে দেয়া হয়নি। তাঁর জীবনকে ইতিহাসকে বিকৃত করা হয়েছিলো।
বঙ্গবন্ধু দু কন্যা দেশের বাইরে ছিলেন জন্য তারা বেঁচে গেছিলেন। কিন্তু ঘাতকদের বুলেটে বাঁচতে পারেনি ছোট্র রাসেল।
বিএনপি জামায়াত সরকার নির্মম ভাবে ২০০১ সালে হত্যার রাজনীতি শুরু করে।


আওয়ামীলীগের বহু নেতা কে হত্যার শিকার হতে হয়েছে। পঙ্গুত্ব বরন করতে হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকারকে জনগন পুনরায় ক্ষমতায় এনেছে।
বাংলাদেশকে তিনি উন্নত রাষ্ট্রে পরিনত করার জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, বিগত দিনে জনগনের পাশে কেউ দাঁড়ায়নি। অথচ আমরা বিগত সকল দুর্যোগ এবং বন্যায় জনগনের পাশে আছি, এবং থাকবো ইনশাআল্লাহ।

প্রতিমন্ত্রী আরো বলেন, সিংড়া পৌরসভা ১৬ বছর উন্নয়ন ব্যহত হয়েছে। আমরা ৫ বছরে তিনগুন উন্নয়ন করেছি। দমদমা এলাকার উন্নয়ন করেছি, ৫০ শয্যার হাসপাতাল করেছি। তিনটি এ্যাম্বুলেন্স প্রদান করেছি। স্কুল, কলেজে নতুন ভবন দিয়েছি। জনগন এখন সেবা পাচ্ছে, উন্নয়ন পাচ্ছে। দমদমা মাটি আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত। আমরা উন্নয়নকে অব্যহত রাখতে চাই। এজন্য অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করেন।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোআ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

১.২.৩ নং ওয়ার্ড সিংড়া পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে নাজিম উদ্দিন, রামপ্রসাদ ও আবুল কালামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস।

আরো বক্তব্য রাখেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর দেদার হায়াত বেনু, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সোবাহান, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা গোপাল বিহারী দাস, আওয়ামী লীগ নেতা শরফরাজ নেওয়াজ বাবু প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন, জিএ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন,


কৃষকলীগের নেতা কাজী স্বপন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এডভোকেট সাইদুর রহমান সৈকত, পৌর যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আব্দুস শাকুর।

অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হক বকুল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪