1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে সংঘর্ষে নিহত ৩

  • সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩৪০



বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দিদের দুই পক্ষের সংষর্ঘে তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে দুই জনের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার তালিবপুর পূর্ব পাড়ার নান্নু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭) ও খুলনার দৌলতপুরের রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮) ।

নিহত আরেকজনের নাম রাসেল ওরফে সুজনের নাম জানা গেলেও পুরো ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার আশরাফ হোসেন।


অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানান, শিশু উন্নয়ন কেন্দ্রের মধ্যে বন্দিদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজনের মৃত্যু হয়েছে। কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত তা জানার চেষ্টা চলছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক অমিও দাস জানান, রাত পৌনে ৭ টা থেকে ৭ টা ৫৫ মিনিটের মধ্যে শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তারা ওই তিনজনকে হাসপাতালে আনেন। পরীক্ষা নিরীক্ষায় তাদের মৃত্যু নিশ্চিত হওয়ার পর মৃতদেহ মর্গে পাঠানো হয়। এক প্রশ্নের উত্তরে ডা. অমিও দাস জানান, তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই সেকেন্দার জানান, নিহতদের মধ্যে নাঈম (কয়েদি নং- ১১৯০৭) ধর্ষণ মামলায় ও রাব্বি (কয়েদি নং- ১১৮৫৩) হত্যা মামলায় আটক ছিলো।


শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক (এডি) আব্দুল্লাহ আল মাসুদ জানান, বন্দিদের মধ্যে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেয় রবিউল ও অপর পক্ষের পাভেল । গত ৩ আগস্ট দু্ই গ্রুপের সদস্যরা বিবাদে জড়িয়ে পড়ে। ফের গোলযোগ না করার জন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছিলো। কিন্তু বৃহস্পতিবার কর্তৃপক্ষের অজান্তে দুই পক্ষের বন্দিরা সংঘর্ষে লিপ্ত হয়। হামলা পাল্টা হামলায় অন্তত ১০ জন আহত হয়।

গুরুতর ৩ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, শিশু উন্নয়ন কেন্দ্রের পাশের একজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন বন্দিদের দুই পক্ষের সংঘর্ষের পর সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা ক্ষিপ্ত হয়ে কয়েকজন বন্দিকে ধরে ভবনের ছাদে নিয়ে বেধড়ক পেটায়। তিনি বন্দিদের চিৎকারও শুনেছেন।

আনসার সদস্যদের মারপিটে ওই তিনজনের মৃত্যু হতে পারে বলে দাবি তার। ঘটনাটি তদন্ত করলে এর সত্য মিথ্যা জানা যাবে। তবে আনসার সদস্যদের মারপিটে বন্দিদের মৃত্যু হওয়ার ঘটনাটি সত্য নয় বলে দাবি করেছেন এডি আব্দুল্লাহ আল মাসুদ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪