1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন

নাজিরপুরে বৃক্ষরোপন কর্মসূচী জাতীয় শোক দিবস উপলক্ষে

  • সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ১৮১


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সারাদেশে এককোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বরিশাল বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার জনাব অমিতাভ সরকার, জেলা ও উপজেলা পর্যায়ে জুম মিটিংয়ের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন৷ এই সময় পিরোজপুর জেলার
নাজিরপুরে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয় রোজ বৃহস্পতিবার,১৩ আগস্ট। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ এবং সকল ইউনিয়ন জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি ছিলেন

এসময় নাজিরপুরের উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার বলেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকল অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করব এবং মাননীয় প্রধানমন্ত্রী নার্সমাতা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। মুক্তিযুদ্ধ রেসকোর্সের কৃষ্ণচূড়া তাঁকে চিনতো, খেঁটে খাওয়া মুটে তাঁর বজ্রকন্ঠের তেহাই শুনে ভুলে যেত ক্ষুধা, তিনি হয়ে উঠেছিলেন মানবিক রাজনীতির এক বিশ্ব দিকপাল৷

কালো অধ্যায় শোকাবহ ১৫ আগষ্ট৷ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের স্মরণে আয়োজিত এই বৃক্ষরোপন কর্মসূচীর সাফল্য কামনা করছি৷”

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও পরিবেশ বান্ধব রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক বৃক্ষরোপণের আহ্বান কে স্বাগত জানাচ্ছে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচী করেছি।


তিনি আরো বলেন,বঙ্গবন্ধু ছিলেন বৃক্ষের মতো মহান, তাঁর ছায়ায় বাংলাদেশের সকল নাগরিক ছিল নিরাপদ৷ তাঁর মানবিক মূল্যবোধের শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে চাই৷ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও দেশে ২৫ শতাংশ বনায়ন নিশ্চিত করার লক্ষ্যে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।

বৈশ্বিক জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষার জন্য সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানাচ্ছেন

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪