মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
মহামারী করোনা দুর্যোগ মোকাবেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের মোকাদ্দেছ মরিয়ম প্লাজার মালিক মো. শাহিন রেজা টিটু তার মার্কেটের সমস্ত ব্যবসায়ীদের করোনা কালিন সময়ে ক্ষতির বিষয়টি বিবেচনা করে এক মাসের ভাড়া মওকুফ করে দিয়ে বাজারের সকলের প্রশংসায় ভাসছেন।
মোকাদ্দেছ মরিয়ম প্লাজার ব্যবসায়ী প্রদিপ বিশ্বাস জানান,এই মহা সংকটের দিনে আমাদের দোকান ভাড়া মওকুফ করায় আমাদের মার্কেটের মালিক কে কৃতজ্ঞতা জানাই।সৃষ্টিকর্তা উনার মঙ্গল করুক।
স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, মো. শাহিন রেজা টিটুর মত সব দোকন মালিকরা যদি মানবিক হতো।সবাই হাতে হাত রেখে এই সংকট মোকাবেলা কব। এই দূর্যোগকালীন সময়ে দোকান মালিকদের ব্যবসায়ীদের পাশে দাড়ানোর আহবান জানান তারা।
মো. শাহিন রেজা টিটু তার মার্কেটের ব্যবসায়ীদের জানিয়েছেন,এরপরেও আপনাদের কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন।এই মহামারীতে একজন মানুষ আরেকজন মানুষের পাশে দাড়াবে তবিই এ সংকট মোকাবেলা করা সম্ভব।