সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরের বিভিন্নমহাসড়কে চলাচল করছে সব ধরনেরগণপরিবহন।
ঢাকা- টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহমহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্বাভাবিক গতিতেচলছে বাস, মিনিবাসসহ সব ধরনেরযানবাহন ।
সামাজিক দূরত্ব রেখেই আসন বিন্যাস করেযানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে ।তবে স্বাস্থ্যবিধি মানছেন না যাত্রীরা, একসঙ্গে জটলা করে গাড়িতে উঠছেন তারা।
এছাড়া অনেকেই ব্যবহার করছেন না মাস্কসহস্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম। এছাড়া দূর পাল্লারবাসে বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছেযাত্রীদের।
এছাড়া বিভিন্ন আঞ্চলিক সড়কে হিউম্যানহলারসহ তিন চাকার সব ধরনের গাড়িচলাচল করছে ।
গাড়িগুলোতে জীবাণু মুক্ত করতে পরিবহনসংশ্লিষ্ট শ্রমিক ও নেতাদের উদ্যোগে ব্যবহারকরা হচ্ছে জীবাণুনাশক স্প্রে ।
সামাজিক দূরত্ব বজায় রাখতে চালক ওহেলপাররা যাত্রীদের সহায়তা করছেন। তবেযাত্রীরা পরিবহনে ওঠা ও নামার ক্ষেত্রে একত্রেগাদাগাদি ও জটলা তৈরি করছেন। এক্ষেত্রেমানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
যাত্রীদের অভিযোগ, বাসগুলোতে সামাজিকদূরত্ব মানলেও বেশি ভাড়া নেয়া হচ্ছে।অনেকেই আবার গাদাগাদি করে যাত্রীতোলার অভিযোগ করেছেন।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সহকারীকমিশনার নজরুল ইসলাম জানান, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে পুলিশতৎপর রয়েছে।
এছাড়া যাত্রীদের নিরাপত্তায় থানা পুলিশ, টহল পুলিশ কাজ করে যাচ্ছে