প্রেস রিলিজ
বনপা রংপুর জেলা আহবায়ক কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা ০৫ আগস্ট নগরীর সেনপাড়া রংপুর ক্রাইম নিউজ ভবনে ৩টায় আরসিএন২৪ বিডি ডটকম’র সম্পাদক জি এম এম মোতাকাব্বেরু রহমান সৌরভ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রুকমুনুর জামান রনি, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ইফতেখার আহমেদ বনপা’র কেন্দ্রীয় সদস্য।
প্রায় ৩ ঘন্টা ব্যাপী প্রস্তুতি সভা শেষে জি এম এম মোতাকাব্বেরু রহমান সৌরভকে ( আরসিএন২৪ বিডি.কম) আহবায়ক ও মোঃ হাসান ফেরদৌস রাসেল ( রংপুরের খবর ) সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
বনপা’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও রংপুর থেকে প্রকাশিত ১৫টির বেশি অনলাইন নিউজ পোর্টাল মালিক ও সম্পাদকদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে রংপুর জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়।
উল্লেখ থাকে যে , ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ৪৫ দিনের মধ্যে পূর্ণাজ্ঞ কমিটি গঠন করবে।