রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মী শাহানাজ আক্তার টুনির (২৫) মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত টুনি নওগাঁ শহরের রেল কলোনীর কালাম হোসেনের কন্যা এবং দৌলতদিয়া পতিতাপল্লীর আলেয়া বাড়িওয়ালার ভাড়াটিয়া। বুধবার ( ৫ আগস্ট) বেলা ১১ টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লীর পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশিকুর রহমার বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার দেহে কোন আঘাতের চিহৃ না থাকায় প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে সাঁতার না জানায় ডুবে মারা গেছে।