1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

বোয়ালমারীতে এক দরিদ্রের কিডনি চিকিৎসার জন্য জমানো টাকা লুট

  • সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৩৫৬

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকা পুরুষশূন্য। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আক্কাস নামে একজনকে আটক করেছে।


জানা গেছে, উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার (৫ আগস্ট) সকাল তিনটা থেকে তিন দফা হামলায় ১৮টি বসত ঘর, টিভি, ফ্রিজ, আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। লুটপাট করা হয়েছে নগদ পাঁচ লক্ষ টাকা, এলইডি টিভি, শতাধিক কবুতর।
ক্ষতিগ্রস্ত বাকিয়ার মোল্যার স্ত্রী মোসান্মাত সালমা বেগম জানান, বুধবার রাত তিনটার দিকে স্থানীয় আক্কাস মোল্যা, গুনবহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাহেব মোল্যা এবং বর্তমান মেম্বার মঞ্জুর হোসেনের নের্তৃত্বে তিনটি গ্রুপ এই ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। ভাংচুরে অংশগ্রহণ করে আতহার মোল্যার ছেলে আশিক ও অমিত, বজলু মোল্যার ছেলে মুকুল, আইউব ও সাহেদ, হান্নান মোল্যার ছেলে আল আমিনসহ ২০/২৫ জনের একটি দল। তিনি বলেন, আমার এক লক্ষ টাকা ও কানের গহনা নিয়ে গেছে।


সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মানোয়ার মোল্যা, ফটিক মোল্যা, বিপ্লব মোল্যা, বক্কার মোল্যা, ইকবাল মোল্যা, রাহেন মোল্যা, নিহার বেগম, সেকেণ্ডার খাঁ, বাদশা মোল্যা, সরোয়ার শেখ, মিটুল মোল্যা, আকিদুল খাঁ, ওবায়দুর খাঁ, জাকির মোল্যাসহ ১৮ জনের বসতঘর ভাংচুর করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত বক্কার মোল্যার স্ত্রী মিনু বেগম জানান, তার ৫০ হাজার টাকা, টিভি ও ৮০ টি কবুতর নিয়ে গেছে লুটপাটকারীরা।
জাকির মোল্যার স্ত্রী জেসমিন কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, তার স্বামীর কিডনির অপারেশনের জন্য বুধবার সকালে ঢাকায় যাওয়ার কথা ছিল। এজন্য চারটি গরু বিক্রির দুই লক্ষ ৫০ হাজার টাকা ঘরে ছিল। হামলাকারী আশিক, অমিত, মুকুল, মনিররা সব টাকা নিয়ে গেছে।


ভাংচুরের কথা স্বীকার করে সাহেব মোল্যা জানান, প্রতিপক্ষের লোকজন হামলা করতে আসলে এই ভাংচুরের ঘটনা ঘটে।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, ঘটনা জানার সাথে সাথেই পুলিশ ফোর্স পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২৮ মে এই সাহেব মোল্যা ও মঞ্জুর হোসেনের নের্তৃত্বে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪