1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

মানিকগঞ্জ সিংগাইরে অপরিকল্পিত স্থাপনা নির্মাণে বাঁধাগ্রস্থ হচ্ছে বন্যার পানি প্রবাহ

  • সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ২৬৭

রাজধানীর অতি সন্নিকটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পানি প্রবাহের খাল-বিল ও নালার উপরে পার্শ্বসড়ক, বাঁধ,বসতবাড়িসহ অপরিকল্পিত স্থাপনায় বন্যার পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। জেলার ৬ টি উপজেলায় অনেক আগেই বন্যার পানিতে প্লাবিত হলেও এসব বাঁধার কারণে সিংগাইর উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে অনেক পড়ে।


সরেজমিন দেখা গেছে, ধলেশ্বরী নদীর বায়রা ইউনিয়নের নয়াবাড়ি থেকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশ ঘেঁষে পানি প্রবাহের প্রধান খালটি উপজেলার পূর্ব সীমান্তে ধল্লা এলাকার ওই নদীর আরেক প্রান্তে মিশেছে। গত ২০০৪ সালের পর বিগত বছরগুলোতে বর্ষা মওসুমে এ এলাকায় পানি না হওয়ায় খালটির বিভিন্ন স্থানে ভরাট করে একাধিক পার্শ্ব রাস্তা ও অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এতে বাধাগ্রস্থ হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। খালটির বলধারা ইউনিয়নের খোলাপাড়া এএবি ব্রিকস খাল ভরাট করে রাস্তা নির্মাণ করেন।

তার পূর্বপাশে খোলাপাড়া বাজার রোডের প্রবেশ মুখে আরেকটি বাধ নির্মাণ করে ওই এলাকার ইটভাটা মালিকেরা। একই খালের জয়মন্টপ ইউনিয়নের পূর্বভাকুম এলাকায় সিংগাইর গ্রীণ অটো ব্রিকস বাঁধ দিয়ে রাস্তা নিমার্ণ করেন। এর এক কিলোমিটার পূর্বে জায়গীর বাজার থেকে খালটির শাখা আঠালিয়া বিলের পানি প্রবাহ বন্ধ করে ব্রিটানিয়া প্যাকেজিং লিমিটেড ফ্যাক্টরী নির্মাণ করেছেন। পাশাপাশি মূল খালটির বিভিন্ন স্থানে কিছু কিছু অংশ দখল করে বসতবাড়ি নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। ফলে পানি উপচে পার্শ্ববর্তী ফসলি জমি এখন প্লাবিত।

খালটির পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সম্প্রতি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা খোলাপাড়া বাজার সড়কের প্রবেশ মুখের বাঁধটি ভেক্যু দিয়ে অপসারণ করেন।
অপরদিকে, উপজেলার বিভিন্ন সড়কের ওপর কালভার্ট কিংবা ব্রীজের প্রবেশ মুখ ভরাট করে মিল-কারখানা, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় ওইসব স্থানেও পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। উপজেলার বাস্তা-মানিকনগর সড়কের সুদক্ষিরা এলাকায় সুইসটেক্স প্যাকেজিং অ্যান্ড এক্সসোসোরিজ লিমিটেড বক্সকালভার্টের পশ্চিম পাশ বন্ধ করে ফ্যাক্টরী নির্মাণ করায় এটি অকেজো হয়ে পড়েছে।

তার দক্ষিণে চন্দনপুর গ্রামে চামড়া ব্যবসায়ী হারান লালচন্দ্র মনিঋষি ব্রীজের মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করেছ

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪